বচপন কা প্যায়ার - খুদের গান তুমুল ভাইরাল ! যাচ্ছে বলিউড ! প্রশংসায় ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী

CHHATTISGARH SCHOOL BOY SAHDEV SONG BACHPAN KA PYAR VIRAL ON SOCIAL MEDIA

গত কয়েক দিন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়, একটি ছোট বালকের গাওয়া গান, 'বাচপান কা পেয়ার ভুল নেহি যানা'। ছোট পর্দার তারকাদের থেকে শুরু করে, বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটিরাও এই গানের ভিডিও বানিয়ে ইনস্টাগ্রাম স্টোরি আপলোড করেছেন। আর এরপরই ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে গানটি। গত কয়েকদিনের মধ্যেই গানটির উপর প্রায় 12 হাজারের বেশি  রিল ভিডিও তৈরি হয়ে গিয়েছে  ইনস্টাগ্রামে। এমনকি আসল ভিডিওটিতে ইতিমধ্যে প্রায় 5 লক্ষ লাইক পড়েছে এবং দশ লক্ষেরও বেশি ভিউ হয়েছে ভিডিওটিতে। সোশ্যাল মিডিয়া খুললেই সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ এই গানটির শর্ট ভিডিও শেয়ার করতে দেখা যাচ্ছে। এমনকি সেই সকল সেলিব্রিটিদের তালিকায় রয়েছেন জনপ্রিয় র‍্যাপ সিঙ্গার বাদশাও।

ভাইরাল হওয়া গানে যে বাচ্চাটিকে দেখা যাচ্ছে তার নাম সহদেব ডিরডো। তার গাওয়া গান সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পর নেটিজেনদের মন জয় করে নেয়। সোশ্যাল মিডিয়ার ভিডিও ক্রিয়েটরা তারা গানের রিল বানাতে শুরু করেন। বলিউড সিঙ্গার বাদশাও তার গানটি পছন্দ করেন। এরপর তিনি  সহদেবকে তার সঙ্গে গান গাওয়ার সুযোগ দিতে চান। এমনকি তিনি লাইভ চ্যাটের মাধ্যমেও সহদেবের সঙ্গে কথা বলেন। বলিউডের সহদেবের যাওয়া হবে কিনা তা জানা নেই, আপাতত ছোট বালকটির গান এখন ঝড়ের গতিতে ভাইরা। সহদেবের বর্তমান বয়স 10 বছর মতো, সে ছত্রিশগড়ের সুকমার বাসিন্দা। তার বাবা পেশায় একজন কৃষক। যে গানটি গেয়েছে শিরোনামে এসেছে আসলে সেটি একটি অঞ্চলের ছবির গান। প্রায় দুই বছর আগে তার স্কুলশিক্ষক সন্তোষের সামনে সে গানটি গেয়েছিল। সেই সময় তার স্কুল শিক্ষক  তার ভিডিও মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। সন্তোষ ছোটবেলা থেকেই মাতৃহারা। মাত্র ছয় বছর বয়সেই সে মাতৃহারা হয়। সে তার বাবা, 4 ভাই ও 2 বোন বোনের সাথে লকডাউনের মধ্যে কোনোমতে দুবেলা আধপেটা খেয়ে দিন কাটাচ্ছে। অভাবের সংসারে সহদেবের স্বপ্ন বড় হয়ে সে গায়ক হবে।

সোশ্যাল মিডিয়াতে সহদেব ভাইরাল হওয়ার পর তাকে এবার সম্মান জানালেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী Bhupesh Baghel। মুখ্যমন্ত্রীর একটি অনুষ্ঠানে আমন্ত্রিত জানানো হয় তাকে। এবং সেখানে তাকে বাচপান কা প্যায়ার - গানটি গাইতে দেখা যায়। মুখ্যমন্ত্রী তার ভেরিফাইড টুইটার একাউন্টে এবং ফেসবুক একাউন্টে সহদেবের গাওয়া গানটি শেয়ার করেছেন। এবং সেই গানটিও রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। 

Previous Post Next Post